ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের তল্লাশি চৌকিতে হামলার চেষ্টার সময় গুলিতে যুবক নিহত

প্রকাশিত : ১৭:১৯, ১৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:১৯, ১৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের তল্লাশি চৌকিতে হামলার চেষ্টার সময় গুলিতে এক যুবক নিহত হয়েছে। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে তিনটি বোমা উদ্ধার করা হয়। আত্মঘাতী হামলা চালাতে ওই ব্যক্তি চেকপোস্টের কাছে আসছিলো বলে ধারণা করছে র‌্যাব। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানাতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শনিবার ভোরে সাড়ে ৪টার দিকে খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছিলো র‌্যাব। এ’সময় খিলগাঁওমুখী এক মোটর সাইকেল আরোহীকে দাঁড়ানোর সংকেত দেন র‌্যাব সদস্যরা। র‌্যাবের নির্দেশ অম্যান্য করে, মোটর সাইকেল নিয়ে তল্লাশী চৌকির দিকে এগিয়ে যায় ওই যুবক। পরিস্থিতি আঁচ করে গুলি চালায় র‌্যাব। এতে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইমসিন ইউনিটসহ ফায়ার সার্ভিসের একটি দল। পরে র‌্যাব কর্মকর্তা বলেন, মোটর সাইকেল আরোহীকে বাধা দেয়া হলেও সে তা না মানায় পরিস্থিতির কারণে গুলি করতে হয়েছে। ওই যুবকের ব্যাগে শক্তিশালী বোমা ছিল বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। জঙ্গি কার্যক্রমের সাথে তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে, উদ্ধার করা বোমাগুলো নিস্ক্রিয় করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি