রাজধানীর সদরঘাটে প্রায় ১৫০ যাত্রী নিয়ে ট্রলার ডুবি
প্রকাশিত : ১৩:০১, ১৩ জুন ২০১৭ | আপডেট: ১৩:১২, ১৩ জুন ২০১৭

রাজধানীর সদরঘাটের নাগরমহল ঘাট এলাকায় বালুবাহি ট্রলারের ধাক্কায় প্রায় ১৫০ যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গত রাত আনুমানিক সাড়ে এগারো পর যাত্রীবাহি ট্রলারটি ডুবে যায় বলে জানান স্থানীয়রা। ঘটনার কয়েক ঘন্টা পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। পুলিশ বলছে, অনেক যাত্রী এখনও নিখোঁজ রয়েছে।
গেলরাতে বুরিগঙ্গ নদীর সদরঘাটের ওয়াজঘাট থেকে প্রায় ১৫০ যাত্রী নিয়ে কেরানীগঞ্জ নাগরমহল ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে মাঝনদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
এসময় কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অনেক যাত্রী এখনও নিখোঁজ।
পুলিশও বলছে, বহু যাত্রী এখনো নিখোঁজ রয়েছে।
এদিকে ট্রলারে ডুবে যাওয়া যাত্রীর স্বজনদের অভিযোগ, উদ্ধার অভিযান শুরু হয়েছে দেরিতে।
যান্ত্রিক সমস্যার কারনে উদ্ধার অভিযান শুরু করতে দেরি হয়েছে বলে স্বীকার করেছে ফায়ার সার্ভিস।
তবে বালুবাহি ট্রলারটি আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ।
আরও পড়ুন