ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর হোটেল রেইনট্রি’র বিরুদ্ধে ৩ মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৩:০১, ১৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

ভ্যাট ও শুল্ক ফাঁকি এবং মুদ্রা পাচারের অভিযোগে রাজধানীর বনানীর হোটেল রেইনট্রি’র বিরুদ্ধে ৩ টি মামলা করবে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
রোববার হোটেলটিতে অভিযান শেষে একথা জানান অধিদপ্তরের পরিচালক। এছাড়া মদের লাইসেন্স না থাকলেও অবৈধ মাদক রাখারও প্রমান পাওয়া গেছে। একইসাথে ’ডার্টি মানি’র’ অভিযোগে আপন জুয়েলার্সের ৫টি শাখায় অভিযান চালিয়ে ৮৫ কোটি টাকার স্বর্ণ ও হীরাও জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। সিলগালা করা হয় গুলশান শাখা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আপন জুয়েলার্সের মালিক ও তার ছেলের বিরুদ্ধে চোরাচালানে সম্পৃক্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান বলে জানিয়েছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি