ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

রাজনীতিতে আসছেন মৌসুমী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ১৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৬:৩৯, ১৪ ডিসেম্বর ২০১৮

চিত্রনায়িকা মৌসুমী বলেছেন, ‘অামি রাজনীতিতে অাসব কিনা তা সময় বলে দিবে। তবে রাজনীতি করি বা না করি দেশের প্রয়োজনে যে কোন প্রতিবাদে, অান্দোলনে সামনের সারিতে দাঁড়াব।’

একুশে টেলিভিশন অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌসুমী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের চেষ্টায় অনেককিছু করেছেন। তার তুলনা তিনি নিজেই। তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন তা সত্যিই বিস্ময়কর। অতীতে কোন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এমনটা করতে পারেননি।’

এ নায়িকা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাটাই অনেক সুন্দর। তিনি তার চেষ্টায় অনেককিছু এগিয়ে নিয়েছেন। বাকিটাও এগিয়ে যাবে।’
মৌসুমী বলেন, ‘ছোট বেলা থেকে অামার ইচ্ছা ছিল অামি এমন কিছু করব যাতে সাধারন মানুষের কাছে যেতে পারি। তাই অাইনজীবী হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু সময় অামাকে তারকা বানিয়ে দেয়। যখন দেখলাম অভিনয় করলে মানুষের কাছে নিজেকে উপস্থাপনের সুযোগ অাছে তাই অামি অভিনয়ে থেকে যাই।’
এক প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, দেশের জন্য করতে চাইলে অনেক কিছু করা যায়। অাপনার জায়গা থেকে অাপনি করবেন। অামার জায়গা থেকে অামি করব। ঠিক তেমনিভাবে বিভিন্ন তারকারা তাদের অাগ্রহের জায়গা থেকে রাজনীতিতে অাসছেন। যারা অাসছেন তারাও রাষ্ট্রের নাগরিক। রাজনীতি ও নির্বাচন করার অধিকার তাদের অাছে।
এ সময় মৌসুমী বলেন, জনপ্রিয়তার পাওয়ার লোভে যারা রাজনীতি করতে চায়, তাদের অামি সমর্থন করিনা। অাল্লাহর রহমতে অামি যে জনপ্রিয়তা পেয়েছি তা অনেক কিছুর উর্দ্ধে। জনপ্রিয়তা যতোটুকু ধরে রাখতে পারছি ততোটুকুই অামার অর্জন। তবে সকল সুনাগরিক রাজনীতি করা দরকার। সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন।
সামনে নির্বাচন। কাকে ভোট দিবেন এমন প্রশ্নে চিত্রনায়িকা মৌসুমী হাসি দিয়ে বলেন, ‘ভোট নাগরিক অধিকার। অামার ভোট অামিই দেব। তবে অামি চাই দেশ উন্নত হোক। মুক্তিযুদ্ধের অাদর্শ ধারন করে দেশ এগিয়ে যাক।’
অা অা//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি