ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

রাজবাড়ীতে খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান, উপচেপড়া ভিড়

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩১, ১০ মে ২০২০

সরকারি নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীতে সীমিত আকারে খুলে দেয়া হয়েছে সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে করোনার ঝুঁকি নিয়েই মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

এ সময় সমাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানকে। তবে, তা নিশ্চিত করতে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির তত্ত্বাবধানে বাজার মনিটরিং কমিটির মাইকিং প্রচারসহ বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করেছেন কমিটির সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আহ্বায়ক মো. সফিকুল ইসলাম, সদস্য সচিব মো. জাকির হোসেন, সদস্য আব্দুস সালাম মন্ডল, কাজী বেনজির আহমেদ, এ্যাড. খান মো. জহুরুল হক, জয়দেব কর্মকার প্রমুখ।

তবে, এসময় দেখা যায়নি আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের। করোনা সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত উচিত হয়নি বলে জানিয়েছেন সচেতন মহল। এতে জেলায় আক্রান্তের সংখ্যা বাড়বে বলে ধারনা করছেন তারা। তাই বিকল্প সিদ্ধান্ত নেয়ার অনুরোধ তাদের। 

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি