ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহী থেকে ৫ জঙ্গির মৃতদেহ উদ্ধার, পিস্তল ও গুলি উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ১২ মে ২০১৭ | আপডেট: ১২:১২, ১৩ মে ২০১৭

Ekushey Television Ltd.

রাজশাহীর গোদাগাড়ী আস্তানা থেকে ৫ জঙ্গির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ওই বাড়িতে বোমা নিষ্ক্রিয়কারী দল শুক্রবার সকাল থেকে তল্লাশি চালিয়ে ১১টি বোমা নিষ্ক্রিয় করে। এছাড়া, একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে জঙ্গিদের ডিএনএ নমুনাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে সিআইডি।
রাজাশাহীর গোদাগাড়ী উপজেলার হাবাসপুর জঙ্গি আস্তানায় অভিযানের পর শুক্রবার সেখানে নিবিড় তল্লাশি চালায় বোমা নিষ্ক্রিয়কারি দল। সকালে বাড়ির ভেতর থেকে একটি পিস্তল ও ১১টি বোমা উদ্ধার করে তারা। পরে বোমাগুলো নিস্ক্রিয় করা হয়। এছাড়া গান পাওডার, ইলেক্ট্রিক ডিভাইস, বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পরে উদ্ধার করা হয় আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৫ জঙ্গির মৃতদেহ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে, জঙ্গিদের মৃতদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছে তাদের স্বজনরা।
শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে অপারেশন ‘সান ডেভিল’ সমাপ্তির কথা জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি।
গোদাগাড়ীতে জঙ্গি আস্তানার সন্ধান ও হতাহতের ঘটনায় এলাকাবাসীর মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।
অভিযানে আটক নারী জঙ্গি সুমাইয়াকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি