ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

রাজশাহীতে আত্মঘাতি বিস্ফোরণে ৫ জঙ্গি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ১১ মে ২০১৭ | আপডেট: ১৩:৫৮, ১১ মে ২০১৭

Ekushey Television Ltd.

রাজশাহী গোদাগাড়ীর হাবাসপুরে, আস্তানার সামনে আত্মঘাতি বিস্ফোরণে ৫ জঙ্গি নিহত হয়েছে। এসময় স্প্রিন্টারের আঘাতে নিহত হন ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিন। আহত হন আরও দুই পুলিশ সদস্য। জঙ্গি আস্তানা থেকে ২ শিশুকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়েছে।
গোদাগাড়ির বেনীপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশ। এরপর জঙ্গিদের বের হয়ে আসার জন্য হ্যান্ডমাইকে আহবান জানানো হয়।
এক পর্যায়ে পুলিশ অভিযানের প্রস্তুতি নিলে বাড়ির ভেতর থেকে প্রথমে বেরিয়ে আসে ৮ বছরের আফিয়া। তার কোলে শিশু জুবায়ের।
এরপরপরই ভেতর থেকে হঠাৎ বেরিয়ে এসে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতি বিস্ফোরণে নিহত হয় ৫ জঙ্গি। নিহত জঙ্গিরা হলেন ওই বাড়ির মালিক সাজ্জাদ, বেলী, আলামিন ও তার ভাই শোয়েব।

এছাড়া বোমার স্প্রিন্টারে নিহত হন ফায়ার সার্ভিস কমি আব্দুল মতিন। এছাড়া আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
পরে আস্তানার ভেতর থেকে এক নারী জঙ্গি এসে আত্মসমর্পন করে।
এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি