ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

রাজশাহীতে চিকিৎসক হত্যার ঘটনায় এক ঘণ্টার কর্মবিরতি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫০, ৪ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. গোলাম কাজেমের খুনিদের গ্রেপ্তার দাবিতে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছে চিকিৎসকরা।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার ডাকে চিকিৎসকরা এক ঘণ্টা কর্মবিরতি শেষে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নেন। খুনিদের ধরতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষে এই কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। রোববারও বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি করবেন চিকিৎসকরা। গত ২৯ অক্টোবার রাতে রাজশাহীতে তিন ঘণ্টার ব্যবধানে ডা. গোলাম কাজেম আলী আহমেদসহ দুই চিকিৎসক খুন হন। নিহত অপর চিকিৎসকের নাম এরশাদ আলী।

 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি