ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে নিহত ৫জঙ্গির মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ১৩ মে ২০১৭ | আপডেট: ১৯:১৮, ১৩ মে ২০১৭

Ekushey Television Ltd.

রাজশাহীর বেনীপুর গ্রামের আস্তানায় নিহত পাঁচ জঙ্গির মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। বিকেলে নগরীর হেতেমখাঁ গোরস্তানে তাদের দাফন করে।
এর আগে শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের মর্গ থেকে গোদাগাড়ী থানা পুলিশ মৃতদেহগুলো কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লাশ গ্রহণ করতে রাজি না হওয়ায় কোয়ান্টাম ফাউন্ডেশনে হস্তান্তর করা হয় বলে জানায় পুলিশ। এদিকে, বৃহস্পতিবার বোমা ও গুলিতে পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের চিকিৎসক জানিয়েছেন। এদের মধ্যে আশরাফুল ও আলামিন শরীরে বহন করা বোমা বিস্ফোরণে মারা যায়। এছাড়া বেলী আর কারিমা গুলি ও বোমার স্প্রিন্টারে এবং সাজ্জাদ গুলিতে নিহত হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি