ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত : ১০:১৮, ১১ জুলাই ২০১৯

রাজশাহীর চারঘাট উপজেলায় একটি তেলবাহী ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে জেলার সঙ্গে সকল রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার সন্ধ্যায় দিগলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতুসহ সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে রাজশাহী রেল স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জানান।

জাহিদুল ইসলাম বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সারদা স্টেশন থেকে এক কিলোমিটার রাজশাহীর দিকে এসে ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়।  এতে রাজশাহীর সঙ্গে সকল রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পাবনার ইশ্বরদী জংশন থেকে ছেড়ে যাওয়া তেলবাহী ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের দিকে যাচ্ছিল বলে তিনি জানান।

জাহিদুল আরও বলেন, রাজশাহী থেকে রাত ১১টা ২০ মিনিটে ঢাকার উদেশ্যে ধুমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল। সেটি বাতিল করা হয়েছে এবং যাত্রীদের টিকিট ফেরত নেয়া হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় সহকারী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে।

শহিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে লাইচ্যুত বগি উদ্ধার করা শুরু হয়েছে। তবে বৃষ্টির জন্য উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। বগি উদ্ধার করে লাইন মেরামত করতে অন্তত ১২ ঘন্টা সময় লেগে যেতে পারে বলে জানান রেলওয়ের এই কর্মকর্তা।

এনএম/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি