ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

রাণী দ্বিতীয় এলিজাবেথ সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৯, ২২ মার্চ ২০২১ | আপডেট: ২৩:৪০, ২২ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

২১ মার্চ বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে পাঠানো এই বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে রাষ্ট্রপতি ও বাংলাদেশের জনগণকে তাঁর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের অব্যাহত সমৃদ্ধি কামনা করেছেন।

বাংলাদেশ হাই কমিশন, লন্ডন থেকে ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

ব্রিটেনের রাণী বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে পাঠানো তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে আমি অত্যন্ত আনন্দিত এবং এই বিশেষ মুহূর্তে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ও একই সঙ্গে বাংলাদেশের জনগণকে জানাচ্ছি শুভ কামনা। আমাদের পারস্পরিক সম্পকের্র ভিত্তি গভীর বন্ধুত্বের ও সৌহার্দের এবং এর গুরুত্ব ও তাৎপর্য ৫০ বছর আগের মতো আজো অটুট রয়েছে। 

আমি আশা করি, একটি কঠিন বছরের পর বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করে আমাদের আগামি দিনগুলো আবারো সুন্দর হয়ে ওঠবে।

উল্লেখ্য, বাংলাদেশ হাই কমিশন, লন্ডন এ ব্যাপারে রাণীর ব্যক্তিগত কার্যালয়ের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে।- বাসস

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি