ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

রাতে ঘুম হয়নি রাম রহিমের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ২৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:৫৮, ২৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ধর্ষণের দায়ে অভিযুক্ত বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং এখন সুনারিয়া কারাগারের ১৯৯৭ নম্বর কয়েদি। মেঝেতে শুয়ে তার সারারাত ঘুম হয়নি। রাম রহিমকে শনিবার রাত সাড়ে আটটায় হরিয়ানা রাজ্যের রোহতক এলাকার সুনারিয়া কারাগারে নেওয়া হয়।

অন্য কয়েদিদের মতোই রাতে এক গ্লাস দুধ ও চাপাতি (বিশেষ ধরনের রুটি) খেতে দেওয়া হয়েছে তাকে। মেঝেতে ঘুমানোর ব্যবস্থা ছিল, কারাকক্ষের সামনে পাহারায় রাখা হয় চারজন রক্ষীকে। আজ রোববার ভোর পাঁচটা পর্যন্ত জেগেই কাটান তিনি। এরপর এক ঘণ্টা যোগব্যায়াম করে ঘুমাতে যান।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, তার সঙ্গে কারাগারে একজন নারী ভক্ত রাখা হয়েছে এমন খবর অস্বীকার করেছেন কারা মহাপরিচালক কে পি সিংহ। তিনি বলেন, অন্য কারাবন্দীদের মতোই আছেন রাম রহিম। কোনো বিশেষ সুবিধা তাকে দেওয়া হচ্ছে না।

এর আগে শনিবার বেলা সাড়ে তিনটার দিকে পঞ্চকুলা থেকে রাম রহিমকে হেলিকপ্টারে করে সুনারিয়া কারাগারে নেওয়া হয়। হেলিকপ্টারে তার সঙ্গে যান পালক মেয়ে হানিপ্রীত ইনসান। কারাগারে ঢোকার আগ পর্যন্ত তিনি রাম রহিমের সঙ্গে ছিলেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি