ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

‘রাত্রীর যাত্রী’ মৌসুমী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ২৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৬:৪৩, ২৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ১৪ই ডিসেম্বর দেশীয় চলচ্চিত্রের ব্যাপক জনপ্রিয়তা অভিনেত্রী মৌসুমী অভিনীত এবং হাবিবুল ইসলাম হাবিব ভাই পরিচালিত ‘রাত্রীর যাত্রী’ ছবিটি মুক্তি পাবে।

এনিয়ে শুক্রবার এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ছবির নির্মাতা।

অনুষ্ঠানে মৌসুমী উপস্থিত হয়ে গণমাধ্যমকে বলেন, আমার অভিনীত ‘পবিত্র ভালোবাসা’ ও ‘নায়ক’ নামের দুটি ছবি সম্প্রতি মুক্তি পেয়েছে। এ ছবিগুলোর গল্প ছিল মৌলিক। আর আমি কপি ছবিতে কখনই কাজ করতে চাই না। দর্শকদের সামনে ভিন্ন চরিত্রে সবসময়ই হাজির হতে চাই।

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি