ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

রানা প্লাজার ঘটনায় আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ২১ মে ২০১৭ | আপডেট: ১৯:৩৭, ২১ মে ২০১৭

Ekushey Television Ltd.

সাভারের আলোচিত রানা প্লাজার নকশা বহির্ভূত দুর্নীতি মামলায় আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ এম আতোয়ার রহমান এ আদেশ দেন। আদালত সূত্রে জানাযায় রানাসহ মোট ১০ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ জুলাই দিন ধার্য করছেন বিচারক। এ মামলার ১৬ আসামির মধ্যে সংশ্লিষ্টতা না পাওয়ায় আজ ৬ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আর মামলার আসামিরা হচ্ছেন রানার বাবা মো. আব্দুল খালেক , রানার মা মর্জিনা বেগম , সোহেল রানা, প্রকৌশলী রেফাতুল্লাহ, উত্তম কুমার রায়, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল হাসান, ফারজানা ইসলাম ও আব্দুল মুত্তালিব। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জন নিহত এবং দেড় হাজারেরও বেশি মানুষ আহত হন।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি