ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রানা প্লাজার ৭শতাধিক আহত শ্রমিকের চিকিৎসা সেবায় সমন্বিত কার্যক্রম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ১৩ মে ২০১৭ | আপডেট: ১৪:৪৯, ১৩ মে ২০১৭

Ekushey Television Ltd.

সাভারে ধসে পড়া রানা প্লাজার প্রায় সাড়ে সাতশ’ আহত শ্রমিকের চিকিৎসা সেবায় সমন্বিত কার্যক্রম শুরু হয়েছে। সরকার, শ্রমিক সংগঠন ও বিজিএমইএ’র সহায়তার তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হবে।
শনিবার দুপুরে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে সেবা কার্যক্রম উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার। রানা প্লাজার সাড়ে সাতশ’ আহত শ্রমিকের পাশাপাশি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পুড়ে যাওয়া তাজরিন ফ্যাশনের একশ’ ৭০ জন আহত শ্রমিকেরও চিকিৎসা সেবা দেয়া হবে। সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহাজান মিয়া, বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাছিরসহ অনেকে উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি