ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

রামপালে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান নিহত

প্রকাশিত : ১১:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের রামপাল উপজেলার উজকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা খাজা মঈনুদ্দীন আখতার সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটায় ভরসাপুর বাজারের চায়ের দোকানে অবস্থান কালে একদল মুখ বাঁধা সন্ত্রাসী এসে তাকে লক্ষ করে গুলি ও বোম মেরে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তিনি মারা যায়।

খুলনা মেডিকেল কলেজের জরুরি বিভাগের ডাক্তার জানান, নিহতের পিঠে একটি বড় ইনজুরি রয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি পথে মারা গেছেন বলে জানান ডাক্তার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি