ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

রামু-মরিচ্যা সড়কের কাজে অনিয়মের অভিযোগ (ভিডিও)

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ২২ নভেম্বর ২০২০

কক্সবাজার জেলার রামু-মরিচ্যা সড়কের সম্প্রসারণ কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বাসিন্দাদের অভিযোগ, প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে না। তবে অভিযোগ মানতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান।

১৬ কিলোমিটার দীর্ঘ কক্সবাজারের প্রাচীনতম রামু-মরিচ্যা সড়কটি সংস্কার কাজ শুরু হয় সেপ্টেম্বরে। ২৬৬ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্স। 

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান সিডিউল অনুযায়ী সড়কের কাজ করছে না। অনিয়মের অভিযোগ উঠায় স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে সড়কের কাজ পরিদর্শন করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এই রোডে দুর্নীতি শুরু হয়েছে, তাড়াহুড়ায় কাজ শেষ করে চলে যেতে চাচ্ছে। নরম জায়গাগুলোতে শুধু বালু দিয়ে ভর্তি করেছে, কোথাও কোন খোয়া বা পাথর দেয়নি।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।
 
রানা কিল্ডার্সের প্রজেক্ট ম্যানেজার সাদ্দাম হোসেন তালুকদার বলেন, আমরা নিয়মমাফিক কাজ করে যাচ্ছি এবং এই কাজ কর্তৃপক্ষের নজরদারিতে আছে। ইতিমধ্যে মরিচ্যা রোডের ১শ’ মিটার কাজ আমরা রোডস্ অ্যান্ড হাইওয়ের কাছে হস্তান্তর করেছি।

সড়ক বিভাগ বলছে, নির্মাণ কাজে কোন অনিয়ম দেখা দিলে ব্যবস্থা নেয়া হবে। 

কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, এটাকে নিয়ে এখনও পর্যন্ত কোন নেগেটিভ কমেন্ট করার মতো কিছু দেখিনি। তবে অভিযোগ উঠলে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের প্রতি সতর্ক থাকবে।

রামু-মরিচ্যা সড়কটি প্রস্তাবিত এশিয়ান হাইওয়ের সাথে সংযোগ ঘটবে। এ ছাড়া চট্টগ্রামের সাথে টেকনাফের সরাসরি যোগাযোগে ১৭ কিলোমিটার পথ কমে আসবে।

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি