রাশিয়াকে নতুন করে শান্তি আলোচনার প্রস্তাব ইউক্রেনের
প্রকাশিত : ১০:৪৫, ২০ জুলাই ২০২৫

ইউক্রেন আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন দফায় শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে। দেশটির রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি শনিবার (১৯ জুলাই) নিশ্চিত করেছেন যে, গত মাসে আলোচনা স্থগিত হওয়ার পর প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ আগামী সপ্তাহে রাশিয়ান আলোচকদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন।
জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেছেন, ‘যুদ্ধবিরতি অর্জনের জন্য সবকিছু করা উচিত। রাশিয়ান পক্ষের সিদ্ধান্ত থেকে আড়াল হওয়া বন্ধ করা উচিত।’
ইউক্রেনের নেতা পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের জন্য তার প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘শান্তি, স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য নেতৃত্ব পর্যায়ে একটি বৈঠক প্রয়োজন।’
যদিও রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেনে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে তারা ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। তারা বলছে, ৭১১টি ড্রোন ও সাতটি ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে তারা।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের নিজেকে সুরক্ষিত রাখতেই হবে এবং তিনি ইতিমধ্যেই আরও মার্কিন প্যাট্রিয়ট মিসাইল পাঠানোর ঘোষণা দিয়েছেন।
বাজেটের বিষয়ে বক্তব্য রাখার জার্মানির সংসদে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস রাশিয়ার এই সারা রাত ধরে হামলার সমালোচনা করেন৷ সাথে তিনি এ-ও বলেন যে, ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে জার্মানি।
টেলিগ্রাম প্ল্যাটফর্মে প্রকাশিত ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানায়, এসব হামলা মূলত ইউক্রেনের বিভিন্ন শহর ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়। তবে বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র কীভাবে আঘাত হেনেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এসএস//
আরও পড়ুন