ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫

রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ২৪ জুলাই ২০২৫ | আপডেট: ১৫:০২, ২৪ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫০ জন নিহত হয়েছেন।বিমানটিতে আর কোনো আরোহী বেঁচে নেই। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় এটি তার গন্তব্য থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল বলে ধারণা করা হচ্ছে।

এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি কিংবা যোগাযোগ ব্যবস্থার কোনও সমস্যার কারণে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, , প্রায় ৫০ জন যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া রুশ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটির কাঠামোতে আগুন লাগার খবর পাওয়া গেছে। উড়োজাহাজটির ধ্বংসাবশেষ আমুর অঞ্চলে পাওয়া গেছে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইনস পরিচালিত উড়োজাহাজটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরে গন্তব্যের কাছাকাছি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী—উড়োজাহাজটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। তবে জরুরি পরিষেবা মন্ত্রণালয় আরোহীর সংখ্যা কিছুটা কম, প্রায় ৪০ জন বলে জানিয়েছে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ার সুদূর পূর্বে প্রায় ৫০ জন আরোহী বহনকারী একটি রুশ যাত্রীবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি