রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
প্রকাশিত : ১৫:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এটি গত জুলাইয়ে ওই অঞ্চলে আঘাত হানা ৮ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পরবর্তী আফটারশক।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরের এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। তবে উপকূলে ঢেউ আছড়ে পড়লেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি অগভীর রিভার্স ফল্টিংয়ের কারণে উৎপন্ন হয় এবং এর কেন্দ্র ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর আরও কয়েক দফা আফটারশক অনুভূত হয়েছে, যার মধ্যে একটি ছিল ৫ দশমিক ৮ মাত্রার। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ২ বলে উল্লেখ করেছে।
পেনিনসুলার পূর্ব উপকূলে এবং জাপানের উত্তরে কুরিল দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলের বিভিন্ন স্থানে ঢেউয়ের উচ্চতা ছিল ৩০ থেকে ৬২ সেন্টিমিটার।
এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা ও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার আলাস্কার কিছু অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছিল, তবে পরে তা প্রত্যাহার করা হয়।
এসএস//
আরও পড়ুন