ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

রেল লাইনকে ব্রডগেজে রূপান্তরের পরিকল্পনা নেয়া হয়েছে: রেলমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল রেল লাইন মিটার গেজের পরিবর্তে ব্রডগেজে রূপান্তরের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, সেই নির্দেশ অনুযায়ী চট্টগ্রাম থেকে লাকসাম পর্যন্ত ব্রডগেজ লাইন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সেই লাইন নির্মাণের দৃশ্যমানতা যাচাই করা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, ‘ আমরা আশা করি, খুব অল্প দিনের মধ্যে লাইনের কাজ শুরু করতে পারব। তা সম্পন্ন হলে মিটার গেজ এবং ব্রডগেজ দু’লাইনেই ট্রেন চালানো যাবে।

নুরুল ইসলাম সুজন আজ চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার সময় ফেনী রেলওয়ে স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা বিরতিকালে এ কথা বলেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার খোন্দকার নুরন্নবী সহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি