ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

রেলের দুই হাজার লিটার তেল চুরির অভিযোগে গ্রেফতার ৪

প্রকাশিত : ২০:৪৫, ২০ মে ২০১৯

ট্রেনের দুই হাজার লিটার তেল চুরির অভিযোগে ৪ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর রেল জংশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৫। এ সময় চোরাই তেল ছাড়াও নগদ ৬৫ হাজার টাকা ও দুটি নছিমন ভ্যান উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি রাজিবুল আহসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে র‌্যাব সদস্যরা ছদ্মবেশে আবদুলপুর জংশনে অবস্থান নেয়। এ সময় কয়েকজন লোক তেল চুরি করে বিক্রির জন্য মজুদ করছিলেন। হাতে নাতে তাদেরকে আটক করি এবং ১০টি প্লাস্টিকের ড্রাম ও চারটি জারভর্তি ২ হাজার ১০০ লিটার ডিজেল উদ্ধার করি। তাদের কাছ থেকে আমরা দুটি নছিমন ভ্যান ও চুরি করা তেল বিক্রির ৬৫ হাজার ৮০০ টাকা জব্দ করেছি।’

গ্রেফতারকৃতরা হলেন- হাফিজুল ইসলাম ওরফে রাজিব (৩২), আক্কাস আলী (৪৮), মো. মাখন (৩০) ও মো. লালন (৩২)। তাদের লালপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

এমএস/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি