ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

রেলের নতুন মহাপরিচালক মো. শামছুজ্জামান

প্রকাশিত : ১১:৩৭, ৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রেলের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শামছুজ্জামান। বুধবার (৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়ে আদেশ জারি করে। এর আগে, তিনি রেলের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) হিসেবে কর্মরত ছিলেন।

১৯৮৩ সালে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাস করে ১৯৮৫ সালে পাবলিক সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ হন মো. শামছুজ্জামান। কর্মজীবনের শুরু বাংলাদেশ রেলওয়েতে। এরপর তিনি রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

মহাপরিচালক হওয়ার আগে ২০১৬ সাল থেকে অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) (২য় গ্রেড) দায়িত্ব পালন করে আসছিলেন। পেশাগত জীবনে তিনি বহু প্রশিক্ষণে অংশ নিয়েছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি