ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

রেলের ৩ হাজার একর জমি বেদখল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ১৯ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ রেলওয়ের ৬১ হাজার ৮৬০ একর ভূমির মধ্যে প্রায় তিন হাজার একর জমি বেদখল হয়ে আছে। আর দলিল না থাকায় গায়েব হয়ে গেছে আরও এক হাজার ৮শ’ ৪১ একর জমি। প্রভাবশালী ব্যক্তি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এমনকি কিছু সরকারি সংস্থা রেলের জমি ভোগদখল করছে। দখলমুক্ত করার কথা জানিয়েছেন মন্ত্রী। আর পরিকল্পনা করে ভূমি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের।  

বাংলাদেশ রেলওয়ের প্রায় ৬২ হাজার একর ভূমির মধ্যে পূর্বাঞ্চলে ২৪ হাজার ৪শ’ ৪১ একর আর পশ্চিমাঞ্চলে রয়েছে ৩৭ হাজার ৪শ’ ১৯ একর। ২০১৪ সালের এক জরিপে জমি মিলেছে ৫৯ হাজার ৭৫৫ একর। এক হাজার ৮৭১ একর জমির কোনো দলিল নেই। 

রেললাইনে দুই ধারে উঠেছে বস্তি। মাঝে মাঝেই উচ্ছেদ করা হলেও আবারও বস্তি গড়ে ওঠে। আবার বিভিন্ন স্থানে রেলের জমি দখল করে আছে প্রভাবশালী ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠান। তবে উদ্ধারে নেই তেমন কোনো তৎপরতা। 

যেসব গরীব মানুষ রেলের জমিতে বসবাস বা ব্যবসা করছে তাদের উচ্ছেদ না করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী। 

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, একটা লোক যদি অবৈধভাবে রেলের জায়গা দখল করে থাকে, সে যদি এটা দিয়ে কর্ম করে খায়। যতোক্ষণ পর্যন্ত আমাদের প্রয়োজন না হয় তাকে ডিস্টার্ব করতে চাই না। তাকে প্রোপার ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে চাই। আমার উদ্দেশ্য হলো রেলের জায়গা রেলের নিয়ন্ত্রণে নেওয়া এবং তার কাছ থেকে রেভিনিউ আদায় করা।

তবে, জমি দখল করে যেসব প্রভাবশালী বহুতল ভবন নির্মাণ করেছেন সেগুলো দখলমুক্ত করতে চায় রেলওয়ে।

রেলমন্ত্রী বলেন, গায়ের জোড়ে বিভিন্নভাবে রেলের ভূমিতে মার্কেট করে তারা নিজেরা মালিক সেজে ব্যবসা বাণিজ্য করছে, টাকা নিচ্ছে। রেল কিছুই জানে না কিছুই পায় না- এ সমস্ত ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। এগুলো থেকে তাদেরকে টোট্যাল উচ্ছেদ করে দিয়ে ওই সমস্ত রেলের নিয়ন্ত্রণে নিয়ে আসবো।

তবে, রেলের জমি উদ্ধার করে পরিকল্পনামাফিক ব্যবহারের পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। 

বুয়েটের গণপরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. সামছুল হক বলেন, রেলের হয়তো ভূমি আছে অনেক কিন্তু অন্যরা ব্যবহার করে কোটিপতি হচ্ছে। কিন্তু রেল হতে পারছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট যদি রেলের হতো- এটা হলো করিডোরের অপারেশনাল এনভারমেন্টালকে উন্নত করা। যাতে করে ট্রেন দ্রুত গতিতে চলতে পারে। যেই প্রজেক্টগুলো দ্রুতগতির সেবা দেয়ার উদ্দেশ্যে করছে, যেই কারণে এটা পারছে না সেই প্রজেক্টটা বাস্তবায়ন আগে করা উচিত।

জমি উদ্ধারের প্রক্রিয়া জোরদার করারও পরামর্শ দেন তিনি।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি