ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

রোটারির সাবেক গভর্নর রফিক সিদ্দিক আর নেই

প্রকাশিত : ২০:৩৮, ৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

রোটারির সাবেক গভর্নর রফিক আহমেদ সিদ্দিক আজ মঙ্গলবার ভোরে ঢাকায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এর বড় ভাই ও শেখ রেহানার স্বামীর বড় ভাই। আগামীকাল বুধবার ঈদের নামাযের পর গুলশান-১ ভোলা মসজিদ (শুটিং ক্লাবের সামনে) এ মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।

রফিক সিদ্দিক প্রগতি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন চেয়ারমেন ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোটারি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রফিক ব্যাপক কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।


এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি