ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

রোববার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ১৯ মে ২০১৭ | আপডেট: ১৭:৪৯, ১৯ মে ২০১৭

Ekushey Television Ltd.

অপহরণ, খুন, গুম, চাঁদাবাজির প্রতিবাদ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রোববার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পাবর্ত্য বাঙালি ছাত্র পরিষদ।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, একটি মহল ষড়যন্ত্র করে প্রভাব খাটিয়ে জেলা, উপজেলা ও অঙ্গ সংগঠনগুলোকে বাদ দিয়ে বাঙালিদের নাম ভাঙ্গিয়ে কথিত কিছু কর্মসূচি দিচ্ছে। তারা বলেন, এলাকার সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে এসব কর্মসূচি কোন ভূমিকা রাখছে না বরং ওই মহলের লোকজনের পকেট ভারী হচ্ছে। এ’সময় হরতাল সফল করতে সবার সহযোগিতা চান সংগঠনের নেতারা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি