রোববার ঢাকার দুই সিটির তফসিল ঘোষণা হতে পারে
প্রকাশিত : ২২:৫১, ১৮ ডিসেম্বর ২০১৯

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল আগামী রোববার ঘোষণা করা হবে। আগামী ৩০ জানুয়ারি এ দুই সিটি’র নির্বাচনে ভোটগ্রহণের বিষয়টি বিবেচনায়ও রেখেছে ইসি। নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে রোববার সভাও ডেকেছে নির্বাচন কমিশন।
কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, ‘রোববার কমিশন সভার এজেন্ডায় ঢাকার দুই সিটির তফসিল ঘোষণার বিষয়টি রয়েছে। ওই দিনই তফসিল ঘোষণা করা হবে।’ এ সভার আলোচনার বিষয়বস্তুতে প্রথমেই রাখা হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল নির্ধারণ বলেও ইসি সূত্রে জানা যায়।
ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, ‘আমরা ভোটের প্রস্তাবনা তৈরি করে ইতোমধ্যে কমিশনের কাছে দিয়েছি। সেখানের ভোটের তারিখ ফাঁকা রাখা হয়েছে। রোববারের আলোচনায় সিদ্ধান্ত এলে ফাঁকা জায়গায়গুলো ভোটের তারিখ দিয়ে পূরণ করা হবে। এরপর তফসিল ঘোষণা হবে। এক্ষেত্রে সভা শেষেই তফসিল ঘোষণা হতে পারে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান গণমাধ্যমকে জানান, কমিশন বৈঠকে ভোটার তারিখ নির্ধারণ হবে। সিদ্ধান্ত এলে সেদিনই তফসিল ঘোষণা হতে পারে।
এমএস/আরকে
আরও পড়ুন