রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু নভেম্বরে: পররাষ্ট্র সচিব
প্রকাশিত : ১৬:২২, ৩০ অক্টোবর ২০১৮

মিয়ানমারের সেনবাহিনীর হত্যাযজ্ঞের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আগামী মাসের মাঝামাঝি সময়ে রাখাইনে ফিরিয়ে নেওয়ার লক্ষ্য ঠিক করেছে দুই দেশ। এমনটিই জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় আজ মঙ্গলবার দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক শেষে তিনি একথা জানান।
আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গতবছরের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে। কিন্তু তারা নেই নিচ্ছি করে কালক্ষেপণ করছে।
বাংলাদেশের বারবার দাবির মুখে মিয়ানমারের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। আজ তারা বৈঠক করেছে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে। বাংলাদেশের নেতৃত্ব দেন দেন পররাষ্ট্রসচিব শহীদুল হক। আর মিয়ানমারের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে।
পরে যৌথ সংবাদ সম্মেলনে শহীদুল হক বলেন, আমরা আশা করছি, নভেম্বরের মাঝামাঝি আমরা প্রত্যাবাসন শুরু করতে পারব। এটা হবে প্রথম গ্রুপ।
জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে মিয়ানমারের দুই সদস্য বুধবার কক্সবাজারে যাবেন। তারা রোহিঙ্গাদের বোঝাবেন যাতে তারা রাখাইনে ফিরে যায়ে।
মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে বলেন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আন্তরিক ও খোলামেলা আলোচনা হয়েছে। কিছু বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তও হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে প্রাণে বাচতে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় রোহিঙ্গারা। সাত লক্ষাধিক রোহিঙ্গা গত এক বছরে বাংলাদেশে এসেছে। আগের চার লাখ সহ ১১ লক্ষাধিক রোহিঙ্গার ভারে ন্যূজ বাংলাদেশ।
/ এআর /
আরও পড়ুন