ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের পূর্ণ সমর্থন

প্রকাশিত : ১৯:৫৬, ২৯ মে ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্মভূমি মিয়ানমারে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে পূর্ণ সমর্থন জানিয়েছে জাপান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যকার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা জানানো হয়।

জাপানের রাজধানী টোকিওয়ে প্রধানমন্ত্রী শিনজো আবের কার্যালয়ে বুধবার (২৯ মে) এই দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

জাপানি প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া বিবৃতি বলা হয়েছে, মিয়ানমার থেকে ১০ লক্ষাধিক রোহিঙ্গা বিতাড়নের জেরে সৃষ্ট সংকট থেকে উত্তরণে ‘টেকসই’ সমাধানের ব্যাপারে দুই নেতা আলোচনা করেছেন।

রোহিঙ্গা সংকটের গুরুত্ব অনুধাবনের প্রশ্নে জাপানের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই মানবিক ও রাজনৈতিক সংকটের টেকসই ও প্রাথমিক সমাধানে প্রধানমন্ত্রী আবে ও আমি আলোচনা করেছি।

তিনি বলেন, জাপান অনুধাবন করতে পেয়েছে, বিতাড়িত রোহিঙ্গাদের তাদের জন্মভূমি মিয়ানমারে নিরাপদে ও সম্মানজনকভাবে প্রত্যাবাসনের মধ্যেই এই সংকটের সমাধান নিহিত।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ঢাকাকে আন্তরিক সমর্থন দেওয়ায় জাপানি সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ মে) জাপান গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর সৌদি আরব ও ফিনল্যান্ড সফর করার কথা রয়েছে তার।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি