ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যেতে চায়

প্রকাশিত : ১৪:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চায়, শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গারা। প্রয়োজনে, আন্তর্জাতিকভাবে, মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের দাবী তাদের। তবে, দুই ধরনের মত পাওয়া গেছে হাতিয়ার ঠেঙ্গারচরে স্থানান্তর নিয়ে। অনেকেই বলছে, বসবাসের উপযোগী পরিবেশ থাকলে যেকোন স্থানে আশ্রয় শিবির নিয়ে আপত্তি নেই তাদের। আশা ছিল, মিয়ানমারের অং সাং সূচি-র দল, ক্ষমতায় আসলে, ভাগ্য বদলাবে রোহিঙ্গাদের। কিন্তু সেটা হয়নি; উল্টো রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স আপারেশনে’ সহিংসতায় দেশ ছাড়া হতে হয়েছে, তাদের। এখন, জাতিগতভাবে নিমূল করার অভিযোগে, দৃষ্টিভঙ্গি পাল্টেছে রোহিঙ্গাদের। তাই জাতি হিসেবে হাজার বছরে সমৃদ্ধ ইতিহাসের দাবী এখনও রোহিঙ্গাদের মুখে মুখে। যে করেই হোক, ফিরতে চান, নিজভূমে। বাংলাদেশের অবদানের প্রতিকৃতজ্ঞ থেকেই, তারা আর্ন্তজাতিক বিশ্বের কাছে প্রত্যাশা করছেন, মিয়ানমার সরকারের প্রতি চাপ প্রয়োগের। তবে,  নোয়াখালীর হাতিয়ায় ঠেঙ্গার চরে, যাওয়ার বিষয়ে, তাদের আছে ভিন্ন ভিন্ন মত।  কেউ এখানেই থাকতে চান আবার কেউ আরো নিরাপদ বাস-স্থান পেতে চান। তথ্য বলছে, বর্তমানে দেশে চার লাখেও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবৈধ ভাবে বসবাস করছে। আগে, বিষয়টি নিয়ে, তেমন স্বোচ্চার জনমত ছিল না। এখন, যেহেতু তা আছে, তাই কূটনৈতিক ভাবে এ সমাধান সম্ভব বলেই মত সংশ্লিষ্টদে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি