ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

র‌্যাব ক্যাম্পে ‘আত্মঘাতী’ বিস্ফোরণের পর বিমানবন্দর, কারাগার, স্থল ও নদী বন্দরে সতর্কতা জারি

প্রকাশিত : ১৯:১৩, ১৭ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:১৩, ১৭ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর আশকোনায় র‌্যাব ক্যাম্পে ‘আত্মঘাতী’ বিস্ফোরণের পর দেশের সব বিমানবন্দর, কারাগার, স্থল ও নদী বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। হামলার দুই ঘন্টা পর দেশের সব কারাগারে অধিকতর সতর্ককতা ও নিরাপত্তা ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। একইভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্ককতার নির্দেশ দেয়। পাশাপাশি স্থল ও নদী বন্দরগুলোতেও অধিকতর সতর্কতা ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি