ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

লক্ষ্মীপুরে সাড়ে ৩ মন ইলিশ জব্দ, মাছ ব্যবসায়ীর অর্থদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৭, ৭ অক্টোবর ২০২২

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীর অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও এক মাছ ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের কাছ থেকে সাড়ে তিন মন ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মাছগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। 

শুক্রবার ভবানীগঞ্জ বাজারে এ অভিযান চালায় জেলা এবং উপজেলা মৎস্য অফিস। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল সালেহীন।

সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২২ দিন নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ। এ সময় ইলিশ মাছ ক্রয়-বিক্রয় করাও নিষেধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ভবানীগঞ্জ বাজারে দুই মাছ ব্যবসায়ী ইলিশ মাছ বিক্রি করতেছিল। খবর পেয়ে জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্ব অভিযান চালানো হয়। এ সময় একজন ব্যবসায়ী পালিয়ে যায়। আরেকজন ব্যবসায়ীর কাছে ১৪০ কেজি ইলিশ মাছ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জব্দকৃত মাছগুলো তিনটি এতিম খানায় বিতরণ করা হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি