ঢাকা, সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫

লটারিতে আরএমপির ১২ থানায় নতুন ওসি পদায়ন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৩, ৮ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১২টি থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। 

রোববার আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি কার্যকর করা হয়েছে। 

বদলির আদেশ অনুযায়ী নতুন ওসিরা অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান।

তিনি জানান, অফিস আদেশ অনুযায়ী লটারির মাধ্যমে নির্বাচিত ওসিরা নতুন থানায় দায়িত্ব গ্রহণ করবেন। 
নতুন পদায়নপ্রাপ্ত ওসিরা হলেন- বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ মতিহার থানায়, দামকুড়া থানার ওসি রবিউল ইসলামকে বোয়ালিয়া মডেল থানার ওসির দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও চন্দ্রিমা থানার ওসি মো. আরজুন বেলপুকুর থানায়, মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক রাজপাড়া থানায়, কাটাখালী থানার ওসি মো. আব্দুল মতিনকে পবা থানায়, বেলপুকুর থানার ওসি সুমন কাদেরীরকে কাটাখালী থানায়, শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারীকে এয়ারপোর্ট থানায় বদলি করা হয়েছে।

অপরদিকে, এয়ারপোর্ট থানার ওসি মো. ফারুক হোসেন শাহমখদুম থানায়, পবা থানার ওসি মো. ফরহাদ আলী কাশিয়াডাঙ্গা থানায়, কাশিয়াডাঙ্গা থানার ওসি মো. আজিজুল বারী ইবনে জলিল দামকুড়া থানায়, কর্ণহার থানার ওসি মো. মনিরুল ইসলাম চন্দ্রিমা থানায় এবং রাজপাড়া থানার ওসি মো. হাবিবুর রহমান কর্ণহার থানায় লটারির মাধ্যমে বদলি করা হয়।

উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “নতুন ওসিরা অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন এবং নির্বাচনের সময় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি