ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

লন্ডন ‍দূতাবাসে হামলার বিচার দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:২৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সন্ত্রাসী হামলা, বঙ্গবন্ধুর ছবি অবমাননার প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবি করেছে বিদেশে বসবাসকারী বাঙালীদের সংগঠন `আমরা প্রবাসী`।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনের প্রধান সমন্বয়কারী শামীম হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এম এ ফারুক প্রিন্স, সৈয়দ এহসানুল হক, যুক্তরাজ্য প্রবাসী মামুন সরকার, আরব আমিরাত প্রবাসী খায়রুল আলম সাগর, সিঙ্গাপুর প্রবাসী তায়েবুর রহমান টনি, যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী ইকবাল, সৌদি প্রবাসী শিমুল হাসান এক্সেল, কোরিয়া প্রবাসী জলিল হাওলাদার, গ্রীস প্রবাসী মিজানুর রহমান  প্রমুখ।

বক্তারা অবিলম্বে লন্ডন দূতাবাসে হামলাকারীদের আইনের আওতায় এনে যথাযথ বিচার দাবি করেছেন।

উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর সাজা হয়। এর প্রতিবাদে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে বিএনপি সমর্থকরা হামলা চালিয়ে ভাংচুর করে এবং বঙ্গবন্ধুর ছবি অবমাননা করে।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি