ঢাকা, রবিবার   ০৭ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ৭ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সন্ত্রাস আইনের অধীনে নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে শনিবার যুক্তরাজ্যে এক উত্তেজনাপূর্ণ বিক্ষোভের সময় ৪শ’ জনেরও বেশি লোককে গ্রেফতার করেছে পুলিশ। 

দেশটির পুলিশের বরাত দিয়ে লন্ডন থকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে কয়েকশ’ লোক বিক্ষোভ করেছে। যাদের মধ্যে কয়েকজনের হাতে প্ল্যাকার্ড ছিল। 

প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’

রাজধানীর মেট্রোপলিটন পুলিশ বাহিনী (মেট) জনগণকে সতর্ক করে দিয়ে জানিয়েছে যে, নিষিদ্ধ গোষ্ঠীর প্রতি স্পষ্টভাবে সমর্থন প্রকাশকারী যে কাউকে গ্রেফতার করতে তারা দ্বিধা করবে না।

শনিবার রাতে মেট্রোপলিটন পুলিশ বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘প্রতিবাদের সঙ্গে সম্পর্কিত’ ৪২৫ জনেরও বেশি লোককে গ্রেফতার করেছে।

পুলিশ বাহিনী জানিয়েছে, ‘নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার জন্যই বেশিরভাগ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে’। 

৭৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত পলি স্মিথ বলেন, সমাবেশে যারা উপস্থিত ছিলেন তারা ‘সন্ত্রাসী নন’।
তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’

৬২ বছর বয়সী একটি পুনর্ব্যবহারযোগ্য কোম্পানির সিইও নাইজেল বলেন, জুলাই মাসে সরকারের আরোপিত নিষেধাজ্ঞা ‘সম্পূর্ণ অনুপযুক্ত’। 

পদবি প্রকাশে অস্বীকৃতি জানিয়ে নাইজেল এএফপিকে বলেন, ‘বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করার চেয়ে গণহত্যা বন্ধ করার চেষ্টায় তাদের আরো বেশি মনোযোগ দেওয়া উচিত। গ্রেফতার হওয়ার আগে বিক্ষোভকারীরা পুলিশকে ‘তোমাদের জন্য লজ্জা’ স্লোগান দিচ্ছিলেন। 

গ্রেফতার ঠেকাতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

মেট জানিয়েছে, ‘পুলিশ অফিসারদের ওপর হামলা ও অন্যান্য জনশৃঙ্খলা লঙ্ঘনের’ অভিযোগে আরো ২৫ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।

ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্লেয়ার স্মার্ট বলেন, কর্মকর্তাদের ‘অসহনীয়’ নির্যাতনের শিকার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ঘুষি, লাথি ও থুথু নিক্ষেপ।

তিনি বলেন, প্রতিবাদকারীদের নিরাপত্তা নিশ্চিত করা যেমন পুলিশের দায়িত্ব, ঠিক তেমনি আইন প্রয়োগ করাও তাদের কর্তব্য।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি