ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

লসঅ্যাঞ্জেলেসে নিজের বাবা-ভাইসহ ৪ জনকে হত্যা করল যুবক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ২৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে নিজ পরিবারের বাবা-ভাইসহ চারজন নিহত হয়েছেন।  খবর সিএনএন। 

পুলিশ জানিয়েছে, ক্যানোগা পার্কের নিজ বাসায় স্থানীয় সময় বুধবার রাত ১টা ২০ মিনিটের দিকে নিজের বাবা ও ভাইকে গুলি করেন গেরি ডিন জারাগোজা নামে ২৬ বছরের এক যুবক। এতে যুবকের বাবা ও ভাই ঘটনাস্থলেই নিহত হন। 

এর ঘণ্টাখানেক পর নর্থ হলিউডের একটি গ্যাস স্টেশনে গিয়ে সেখানে কর্মরত একজন নারী ও একজন পুরুষকে লক্ষ্য করে গুলি ছোড়েন গেরি। আহতাবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন ওই নারী নিহত হন। 

নিহত নারীকে গেরি আগে থেকে চিনতেন বলে জানায় পুলিশ। এর পর স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে একটি ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করার চেষ্টা করেন গেরি। পরে একটি বাসে গুলি চালিয়ে আরেক ব্যক্তিকে নিহত করে সে। পরে বৃহস্পতিবার দুপুরে হামলাকারী গেরি জারাগোজাকে আটক করে পুলিশ।

এনএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি