ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

লার্জ প্যাট্রোল ক্রাফট ও সাবমেরিন হ্যান্ডলিং টাগ বোটের লঞ্চিং

প্রকাশিত : ১৯:৫৫, ১৫ মার্চ ২০১৭ | আপডেট: ২০:০৭, ১৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ নৌবাহিনীর জন্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত লার্জ প্যাট্রোল ক্রাফট ও সাবমেরিন হ্যান্ডলিং টাগ বোটের লঞ্চিং হয়েছে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, যুদ্ধ জাহাজ নির্মাণের ফলে খুলনা শিপইয়ার্ড আরও একধাপ এগিয়ে গেলো। খুলনা শিপইয়ার্ডকে ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর দুটি যুদ্ধ জাহাজ তৈরির দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রীয় ব্যয় কমাতে নেয়া হয় এই প্রকল্প। এই সুযোগ কাজে লাগিয়ে নির্মাণ করা হয় অত্যাধুনিক দুটি যুদ্ধ জাহাজ। এর আগে বানৌজা দুর্গমের লঞ্চিং হয়। আর আজ লঞ্চিং হলো নিশান-এর। একইসাথে লঞ্চিং হয় সাবমেরিন হ্যান্ডলিং টাগ বোটের। লঞ্চিং অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, শিপইয়ার্ডে নির্মিত অত্যাধুনিক যুদ্ধ জাহাজ দেশের সমুদ্র এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিপইয়ার্ডের সুনাম ও কাজের গতিশীলতা ধরে রাখতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান নৌপ্রধান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, মুহাম্মদ মিজানুর রহমান ও সহকারী নৌপ্রধান রিয়ার এডমিরাল এম শফিউল আজম উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি