ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

লালমনিরহাটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশিত : ০৯:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বকুল মিয়া (৩৮) নামে এক ব্যক্তি  নিহত হয়েছে। বকুল আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মাস্টারের ছেলে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল কুমার মণ্ডল এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে উপজেলার ভোটমারী এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা বকুলকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকের বড় চালান উদ্ধারে তাকে সঙ্গে নিয়ে শ্রীখাতা এলাকার ভুট্টুর ইট ভাটায় অভিযান চালায় পুলিশ। এ সময় বকুলের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে বকুলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

আত্মরক্ষার্থে পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে বকুলের দুই পায়ে লাগে। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি হাসুয়া ও লাঠি উদ্ধার করে পুলিশ।

মাদকবিক্রেতাদের হামলায় আহত হন উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর আলম। তাদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, মাদকবিক্রেতা বকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি