লিচেস্টার স্ট্রাইকার জেমি ভারদিকে মৃত্যুর হুমকি
প্রকাশিত : ১০:০৮, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ১০:০৮, ২১ মার্চ ২০১৭
লিচেস্টার স্ট্রাইকার জেমি ভারদিকে মৃত্যুর হুমকি দেয়া হয়েছে।
শুধু তাকে নয় তার পরিবারকেও মেরে ফেলার পরিকল্পনা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ক্লডিও রানিয়েরিকে ম্যানেজারের পদ থেকে বরখাস্ত করার পর এ হুমকি পান বলে জানান ৩০ বছর বয়সি এ স্ট্রাইকার। ম্যানেজারকে বরখাস্তের পেছনে তার হাত রয়েছে বলে মিথ্যা অভিযোগ করে এ হুমকি দেয়া হয় বলে জানান জেমি ভারদি। এ নিয়ে তিনি ও তার পরিবার আতঙ্কে রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন