লিস্টার সিটিকে ৬-১ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার
প্রকাশিত : ১২:৩৯, ১৯ মে ২০১৭ | আপডেট: ১৩:৩৩, ১৯ মে ২০১৭

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে লিস্টার সিটিকে ৬-১ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার।
লিস্টার সিটির মাঠে ম্যাচের প্রথম থেকেই স্বাগতিকদের চাপের উপর রাখে টটেনহাম হটস্পার। আর প্রথমার্ধেই ২-০তে এগিয়ে ছিলো সফরকারীরা। টটেনহামের হয়ে ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন ৪টি ও দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার হিউন মিন সন গোল করেন ২টি করে। আর লিস্টার সিটির হয়ে একমাত্র গোলটি করেন ডিফেন্ডার বেঞ্জামিন চিলওয়েল। ৩৭ ম্যাচে ২৫ জয়ে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে টটেনহাম হটস্পার। সমান ম্যাচে ১২ জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে লিস্টার সিটি রয়েছে ১১ নম্বরে।
আরও পড়ুন