লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব হলেন নরেন দাস
প্রকাশিত : ১১:৩১, ৪ নভেম্বর ২০১৯

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব নরেন দাসকে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার ওই বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরপরই তিনি নতুন পদে যোগ দিয়েছেন। এ বিভাগের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন সচিবকে বরণ করে নেন। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের কর্মকর্তাদের মধ্যে নরেন দাসই জ্যেষ্ঠ।
গত ৩১ অক্টোবর এ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টানা দশ বছরের মধ্যে পাঁচ বছর চুক্তিভিত্তিক সচিব হিসেবে এবং দীর্ঘ সময় একই পদে থাকায় নানা অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ক্ষমতাসীন দল সমর্থিত প্রয়াত স্বাস্থ্যমন্ত্রীর জামাতা হওয়ার সুবাদে তিনি অনেকটা ক্ষমতার অপব্যবহার করে চাকরির নির্ধারিত মেয়াদ শেষে তিনবার চুক্তিভিত্তিক নিয়োগ নেন।
আরও পড়ুন