ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

লেবানন থেকে রাতে ফিরছেন ৬৪ বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩১, ২ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

লেবাননের ডিটেনশন সেন্টার থেকে ৬৪ জন বাংলাদেশি দেশে ফিরছেন। এরইমধ্যে তারা দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। রোববার (০২ আগস্ট) রাতে তারা ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

লেবাননের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা দেশে ফিরছেন। প্লেনটি এরইমধ্যে বৈরুত এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে। চলতি সপ্তাহে লেবানন থেকে ধাপে ধাপে আরও বাংলাদেশি ফিরবেন বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।   

এদিকে যারা বাংলাদেশে ছুটিতে আছেন আবার লেবাননে আসতে চান, তাদের বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, লেবানন প্রবাসী যারা বর্তমানে বাংলাদেশে আছেন এবং তাদের ইকামার মেয়াদ ১১ মার্চ থেকে ১ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে শেষ হবে, বাংলাদেশ থেকে লেবাননে আসতে চাইলে তাদের কফিলকে জেনারেল সিকিউরিটিতে আবেদন করতে হবে।

এছাড়া লেবাননে বসবাসরত প্রবাসী যাদের ইকামার মেয়াদ ১৭ অক্টোবর থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে, তারা এই সময়ের মধ্যে জরিমানা ছাড়াই লেবানন ত্যাগ করতে পারবেন।  অর্থাৎ দেশে যেতে পারবেন। 

তবে কফিলের কাছ থেকে চলে এলে কফিল যদি কর্মীর বিরুদ্ধে পুলিশ স্টেশনে মামলা করে তাহলে এ সুযোগ পাওয়া যাবে না।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি