ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৭৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২১, ৫ আগস্ট ২০২০

লেবাননের রাজধানীর কাছে বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৪ হাজার মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে। 

আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখনও ধ্বংসস্তপের নিচে চাপা পড়ে আছে অনেকে। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।  

মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যার পরে রাজধানীর বন্দর পর পর দুটি বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। 

অন্যদিকে বিবিসি জানাচ্ছে, বিস্ফোরণে আহতদের ভিড় উপচে পড়ছে বৈরুতের হাসপাতালগুলোতে। একসঙ্গে এতো আহত মানুষের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। জায়গা সংকুলান না হওয়ায় অনেক পোড়া রোগী ও রক্তাক্তদের নিতে পারছে না হাসপাতালগুলো।

ভয়াবহ এই পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী।

দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রধান জানান, ‘বিস্ফোরক রাসায়নিক পদার্থের একটি গুদামে বিস্ফোরণের সূত্রপাত হয়। গত ছয় বছর ধরে গুদামটিতে অত্যন্ত বিপজ্জনক বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করা হয়।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি