ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

শততম টেস্ট খেলছে বাংলাদেশ, লংকানদের সংগ্রহ ৭ উইকেটে ২৩৮ রান

প্রকাশিত : ২০:৩৭, ১৫ মার্চ ২০১৭ | আপডেট: ২০:৩৭, ১৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

কলম্বোতে নিজেদের শততম টেস্টের প্রথম দিনটা দারুণ কাটিয়েছে বাংলাদেশ। দিন শেষে লংকানদের সংগ্রহ ৭ উইকেটে ২৩৮ রান। চান্দিমাল ৮৬ এবং অধিনায়ক রঙ্গনা হেরাথ অপরাজিত আছেন ১৮ রানে। শুরুতেই বাংলাদেশের শততম টেস্টের জন্য শ্রীলংকান ক্রিকেট বোর্ডের ছোট্ট আয়োজন। স্মরণিকা দেয়ার পাশাপাশি খেলোয়াড়দের মেডেল পড়িয়ে দেয়া হয়। আয়োজনটি ছোট্ট হলেও হৃদয় ছুয়েছে বাংলাদেশীদের । এই টেস্টে স্মরণীয় সাফল্য পেতে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। একাদশে নেয়া হয় ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, সাবিব্বর রহমান ও তাইজুল ইসলামকে ।  ৮৬তম বাংলাদেশী খেলোয়াড় হিসেবে এই ম্যাচে টেস্টে অভিষেক মোসাদ্দেকের। ঐতিহাসিক এই ম্যাচে টস হেরে শুরুতেই ফিল্ডিংয়ে মুশফিক বাহিনী। লংকানদের দলীয় ১৫ রানে প্রথম আঘাত হানেন মুস্তাফিজ। করুনারতœকে ৭ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দলকে সাফল্য এনে দেন কার্টার মাষ্টার। এরপর মিরাজের জোড়া আঘাত। থারাঙ্গা ১১ আর কুশল মেন্ডিসকে ৫ রানে শিকার করে উল্লাসের দারুন উপলক্ষ আনেন মিরাজ। পেইসার শুভাশিষের বলে গুনারতœ ১৩ রানে সাজঘরের পথ ধরলে ফুরফুরে মেজাজে লাঞ্চে যায় বাংলাদেশ। মাঝে ডি সিলভা আর ডিকওয়েলাকে সাথে নিয়ে প্রতিরোধ চান্দিমালের। ডি সিলভা ও ডিকওয়েলা দুই জনই আউট হন ৩৪ রানে। পঞ্চম উইকেটে ৬৬ রান করে চান্দিমাল ডি সিলভা যখন বিপদের আভাস দিচ্ছেলেন তখনই আঘাত তাইজুলের। কিন্তু অন্যপ্রান্তে অবিচল চান্দিমাল। ক্যারিয়ারের দ্বাদশ হাফ সেঞ্চুরি পূর্ন করে লংকান সমর্থকদের স্বস্তি এনে দেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। প্রথম দিনে অবশ্য একাধিকবার রিভিউ লংকানদের পক্ষে গেছে। শেষ সেশনটা রঙ্গনা হেরথাকে সাথে নিয়ে নির্বিঘেœ কাটিয়ে দেন চান্দিমাল। বাংলাদেশের হয়ে মিরাজ ও মুস্তাফিজ নিয়েছেন ২টি করে উইকেট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি