ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

শনিবার নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ২৫ মে ২০১৭ | আপডেট: ২০:৪১, ২৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

শনিবার নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ’সময় তিনি বলেন, রমজানে বেলা ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
বিকেলে বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কয়েকটি কেন্দ্রে উৎপাদন বন্ধ হওয়ায় সম্প্রতি বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। তবে, বন্ধ থাকা কেন্দ্রগুলোতে রমজানের আগেই উৎপাদন শুরু হবে বলে জানান মন্ত্রী। রমজানে বিপণিবিতানে অপ্রয়োজনীয় আলোকসজ্জা থেকে বিরত থাকারও আহ্বান জানান নসরুল হামিদ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি