ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

শশী কাপুর আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:২৭, ৪ ডিসেম্বর ২০১৭

ভারতের বর্ষীয়ান অভিনেতা শশী কাপুর সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯। বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এ অভিনেতা। শশী কাপুর ২০১১ সালে পদ্মভূষণ ও ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান। 

শশী কাপুর অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের ছেলে। তার পুরো নাম বলবীর রাজ কাপুর। তিনি ১৭৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া অনেক জনপ্রিয় ছবির প্রযোজক তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ‘সিলসিলা’, ‘জুনুন’, ‘কালযুগ’, ‘বিজেতা’, ‘উৎসব’। ১৯৯১ সালে ‘আজুবা’ নামে একটি হিন্দি ছবি পরিচালনা করেন শশী কাপুর। এ ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। এ ছাড়া এই তারকা ১৯৮৮ সালে একটি রাশিয়ান ছবি পরিচালনা করেন।

তথ্যসূত্র: জি নিউজ, আনন্দবাজার।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি