ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

শহরে এসেছে নতুন ভিলেন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ১৮ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

শহরে এসেছে নতুন ভিলেন। তার নাম ‘সুলতান’। যার শুরু হয়েছে অস্ত্র ব্যবসায়ী হিসেবে। অস্ত্র ব্যবসায়ী এই মাফিয়া ভোগ বিলাসে ব্যতিব্যস্ত। ‘চালাও গুলি’তে নেচে নেচে গুলিতে গুলিতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন এই নতুন ভিলেন।

সদ্য মুক্তি পাওয়া আলোচিত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমায় চিত্রনায়িকা ববির সঙ্গে নেচে নেচে উন্মাদনা তৈরি করেছেন এই সুলতান। এর জন্য প্রশংসাও পেয়েছেন প্রতিষ্ঠিত খল অভিনেতা মিশা সওদাগরের কাছে। সিনেমায় তার চরিত্রের নাম সুলতান হলেও বাস্তবে তার নাম ‘প্রনীল সামশাদ জাদিদ’।

ক্যারিয়ারের শুরুটা টেলিভিশন নাটক দিয়ে হলেও বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন নিয়মিত। প্রনীল সামশাদ জাদিদ সম্প্রতি মডেল হয়েছেন নগদ ইসলামিক ও ডানোর দুটি বিজ্ঞাপনচিত্রে। যেগুলো নিয়মিত বিভিন্ন টেলিভিশনে প্রচার হচ্ছে।

তবে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবার মনে প্রাণে সিনেমায় তার অভিনয় কারিশমা দেখাতে প্রস্তুত প্রনীল।

এ সম্পর্কে প্রনীল সামশাদ জাদিদ বলেন, ‘ব্ল্যাক ওয়ার সিনেমায় ভিলেন হয়ে দারুণ সাড়া পাচ্ছি সবার কাছে। মিশা ভাই আমাকে ব্যক্তিগতভাবে প্রশংসা করেছেন, সাধুবাদ জানিয়েছেন। সাধারণ দর্শকদের কাছেও ভালো সাড়া পাচ্ছি।’

তিনি আরও বলেনে, ‘এজন্য সিনেমার কাজ নিয়ে স্বপ্ন দেখছি। ইতোমধ্যেই নতুন আরও একটি সিনেমায় কাজের কথা চুড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে কাজটি করব। আমি খল অভিনেতা হিসেবেই কাজ করতে চাই। কারণ, খল অভিনেতার অভিনয়ের অনেক সুযোগ থাকে। নিজের দক্ষতা ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। আমার বিশ্বাস ভিলেন হয়ে নতুনভাবে নিজেকে মেলে ধরতে পারব। এজন্য সবার কাছে সহযোগিতা ও দোয়া চাই।’
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি