ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

শহীদ স্মৃতির কৃষ্ণচূড়া

প্রকাশিত : ১৭:৫৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮

কৃষ্ণচূড়া ফুটেছে দেখো-

সবুজ ডালে ডালে,

শহীদ গাজীর কথা-

শুনেছো কি কোনো কালে?

যাদের মাতা ছিল- ভূমি,

মাতা ছিল -ভাষা,

মাতা ছিল দেশের নারী-

তাদের রক্ষিতে যারা

অচিন দেশে জমালো পাড়ি।

তারাই শহীদ গাজী-

যারা ভাষা মাতাকে রক্ষা করতে-

ধরেছিল জীবন বাজি।

জিজ্ঞাসো আমায়, হে অনুরাগী-

রক্ত ফাগুনের রক্ত কাহিনীতে

কৃষ্ণচূড়া কেন জাগি?

একবার ভাবো,

দেখো অন্তঃচক্ষু মেলে-

তারা কি শুধুই দোলে?

নাকি অন্য কিছুও বলে?

লোহিত পুষ্প,

ফাকে গাঢ় সবুজ পাতা-

সে যে বহন করেছে

শহীদ স্মৃতি গাঁথা।

লেখক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি