ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে গত ২০ আগস্ট আদালতে দায়েরকৃত মামলার (সিলেট কোতোয়ালি থানা) আসামি ছিলেন সজিবুর। তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে র‍্যাব। 

পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আসামিকে সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-৯ এর এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র‌্যাব।

এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি