ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

শামসুজ্জামান খানের শারীরিক অবস্থার অবনতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ১৩ এপ্রিল ২০২১ | আপডেট: ১১:২৬, ১৩ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। দুদিন ধরে তিনি আইসিউতে আছেন। ফুলটাইম অক্সিজেনের মধ্যে রয়েছেন তিনি। অক্সিজেন সরিয়ে ফেললে অবস্থা অনেক নিচে নেমে যায়। ভ্যান্টিলেশন দেওয়ার প্রস্তাব করা হলেও, পরিবার থেকে না করা হয়েছে। তিনি কিছুই খেতে পারছেন না।

এর আগে বিভিন্ন মাধ্যমে সংবাদ আসে শামসুজ্জামান খানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে তার কোন সত্যতা পাওয়া যায়নি।

এদিকে গণমাধ্যমকে বাংলা একাডেমিতে কর্মরত আবুল কালাম আজাদ জানান, শামসুজ্জামান খান ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে গত পাঁচ দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে শামসুজ্জামান খানের অবস্থা ভালো নয়। তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে বাংলা একাডেমি পরিচালক ও বইমেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদসহ আরও কয়েকজন করোনায় আক্রান্ত বলে জানা গেছে।

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, জালাল আহমেদ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি